তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে তীব্র শীত বিরাজ করছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
 

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৯ জানুয়ারি ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি এবং ১০ জানুয়ারি ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
 

এলাকাবাসী জানান, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীতের প্রকোপ বাড়ছে। রাতভর ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো এলাকা। গত কয়েক দিন দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিনও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।