পতেঙ্গা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:২৮ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
পতেঙ্গা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ:
চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডে অবস্থিত পতেঙ্গা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ফরহাদ আরিফ। শিক্ষক মো. রায়হান, সানজিদা আক্তার ও শাহিদা আক্তার রুপার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি, পরিচালক হাজী নূর মোহাম্মদ, পরিচালক (অর্থ) হাজী মো. তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক ও পরিচালক মুহাম্মদ আবু সাঈদ শামু।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার রিনা, উপদেষ্টা সদস্য মো. লিয়াকত আলী ও ইকরাম হোসেনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংগঠনের নেতৃবৃন্দ।

ফলাফল প্রকাশকালে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক, তথ্যপ্রযুক্তি নির্ভর ও আধুনিক যুগোপযোগী শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তিমূলক কর্মসূচি চালু করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।