|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৪:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৬:২৬ অপরাহ্ণ

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না


বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। রোববার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
 

 

ইসি সূত্র জানায়, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি থাকায় মান্নার আপিল মঞ্জুর করা হয়েছে।
 

এর আগে গত ২ জানুয়ারি বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সে সময় রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি, এফিডেভিট সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল করা হয়নি। এসব কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়।
 

ডাকসুর দুইবারের ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না এর আগেও একাধিকবার নির্বাচনে অংশ নিলেও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। আসন্ন নির্বাচনে তিনি বিএনপির সমর্থন পেয়েছেন। মিত্রদলের নেতা হিসেবে বগুড়া-২ আসনটি মান্নাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা গত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬