উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতি আশান্বিত: মির্জা ফখরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতি আশান্বিত: মির্জা ফখরুল

ঢাকা, ১০ জানুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি এবার উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সুযোগের আশায় উদ্দীপ্ত।
 

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্বদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরে এসেছেন তারেক রহমান। দেশের মানুষ বুকভরা আশা নিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছে।”
 

তিনি আরও বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও ২৪’র গণঅভ্যুত্থানে যারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সৃষ্টি করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি।”
 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।