সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (আজ) সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। এতে সকালেই মাঠটি লোকারণ্য হয়ে ওঠে।
এর আগেই বুধবার রাত থেকে মাঠের একপাশে অবস্থান নিয়ে অনেক নেতাকর্মী রাত কাটান। দলীয় সূত্র জানায়, সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সকাল ১০টার দিকে প্রার্থীরা মঞ্চে আসন গ্রহণ করেন। এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।
রাত সাড়ে ১২টার দিকে তিনি শ্বশুরবাড়িতে পৌঁছান। তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুর গ্রামে।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৫ সালে সিলেটে এক কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন তিনি।