তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাদারগঞ্জে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাদারগঞ্জে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

জামালপুর প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইন হৃদয়:


আগামী ২৫ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাদারগঞ্জে প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকালে বালিজুড়ী এফ এম হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি দলীয় কার্যালয় থেকে বালিজুড়ী বাজারে সড়ক পদক্ষেপণ করে। এরপর মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর সমাবেশের সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল। এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।