ডেস্ক নিউজ:
দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, মো. হাজি হোসেন আহাম্মেদ, সাবেক কাউন্সিলর সেকেন্দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন তিনি দেশের মানুষের ভালোবাসায় সিক্ত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের কল্যাণে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সোনার বাংলাদেশ গড়তে হলে ত্যাগ স্বীকার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আগামী দিনে দেশ উন্নয়নের অংশীদার হতে হবে।” তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।