গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী সোমবার রাতে কারামুক্ত হন। কারামুক্তির পর মধ্যরাতে টঙ্গীর নিজ বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সুরভীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। সাক্ষাতে এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কয়েকটি গণমাধ্যম সত্য-মিথ্যা যাচাই না করেই এসব নেতাকর্মীর নামে অভিযোগ ফলাও করে প্রচার করছে। নির্বাচনকে সামনে রেখে এটি একটি পরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, প্রকৃত চাঁদাবাজদের আড়াল করতে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের সারাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। মিথ্যা দোষারোপের মাধ্যমে জনমত বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে গত বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত ওরফে সুরভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়দের তথ্যমতে, সেলিম মিয়ার মেয়ে তাহরিমা গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ছিলেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
পুলিশ জানিয়েছে, তাহরিমার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্বে ছিলেন তিনি। পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতেন তাহরিমা। এভাবে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তাহরিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগ আনা হয়।
সোমবার তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল সাহাদী। তবে কয়েক ঘণ্টা পরই জেলা ও দায়রা জজ আদালত ওই রিমান্ড আদেশ বাতিল করে তাকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে সুরভীকে ‘অপ্রাপ্তবয়স্ক’ দাবি করে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৭ বছর হলেও মামলায় বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে।
সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল জানান, রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হলে আদালত বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুই দিনের রিমান্ড বাতিল করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, মামলাটি তার যোগদানের আগেই দায়ের করা হয়েছে। তবে বিষয়টি তিনি অবহিত রয়েছেন এবং এ মামলায় কোনো অবিচার হওয়ার সুযোগ নেই বলে জানান।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’র নামে বিপুল অর্থ আদায়কারী ওই চক্রের সঙ্গে সুরভীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।