পরিবেশ, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন দ্বীপকে তার আগের স্বাভাবিক ও প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনাই প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যানের মূল উদ্দেশ্য। তিনি জানান, পর্যটনের নামে অনিয়ন্ত্রিত ও বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপটির পরিবেশ ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্টমার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) হিসেবে ঘোষণার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, বিশ্বের বহু সংবেদনশীল দ্বীপ এলাকায় রাতযাপন নিষিদ্ধ রয়েছে। সেন্টমার্টিনে পর্যটন ও পরিবেশ—এই দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ নেই। মূল লক্ষ্য হচ্ছে দ্বীপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা।
তিনি জানান, সেন্টমার্টিন রক্ষায় প্রস্তাবিত পাঁচটি মাস্টারপ্ল্যান ধাপে ধাপে বাস্তবায়নে সরকার কাজ করবে। তবে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, পর্যটন ব্যবস্থাপনা হতে হবে স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক। বহিরাগতদের নিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপের পরিবেশগত বিপর্যয়ের অন্যতম কারণ। দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি কৃষি ও মৎস্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
মাস্টারপ্ল্যানে সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অর্থনীতি ও পর্যটন বিষয়টি আসবে পরবর্তী ধাপে। সেন্টমার্টিন কোনো বারবিকিউ পার্টি বা লাউডস্পিকারের জায়গা নয়—এটি প্রকৃতির দিক থেকে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা।
তিনি আরও বলেন, স্থানীয়দের ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা গড়ে তুললে সেটিই হোটেল ও রিসোর্টনির্ভর পর্যটনের একটি টেকসই বিকল্প হতে পারে। দ্বীপের ভাঙন, সংরক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো সরকারিভাবে নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সেন্টমার্টিনের সামাজিক ও পরিবেশগত বাস্তবতা তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্বীপে কুকুর অনাহারে বা অপুষ্টিতে ভুগছে—এমন তথ্য সঠিক নয়। বরং দ্বীপের প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
সরকারের এই অবস্থানের মাধ্যমে সেন্টমার্টিনকে দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধবভাবে সংরক্ষণের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।