খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে গত ২৭ সেপ্টেম্বর সংঘটিত সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ওই সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য তৃতীয় দফায় এ সহায়তা দেওয়া হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

এ সময় সহিংসতায় আহত ৭ জনকে ১০ হাজার টাকা করে এবং ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৩৫টি পরিবারের মাঝে ৬ লাখ ৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।