খাগড়াছড়িতে ইমাম ও উলামাদের সঙ্গে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
খাগড়াছড়িতে ইমাম ও উলামাদের সঙ্গে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়িতে ইমাম, মুয়াজ্জিন ও উলামাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই সভার আয়োজন করে খাগড়াছড়ি ইমাম, মুয়াজ্জিন ও উলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী ইসলামের আদর্শে পরিচালিত ছিলেন এবং ধর্মপ্রতিম ব্যক্তিদের ভালোবাসতেন। আজকের নির্বাচনী প্রচারণার শুরুও ইমাম ও উলামাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে করা হচ্ছে। এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হবীবুল্লাহ জাহাঙ্গীর। সভা পরিচালনা করেন সদস্য সচিব মুফতি মাওলানা মোহাম্মদ। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, আহলে সুন্নাত ওয়াল জামা’আত জেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের আনসারী ও অন্যান্য জেলা ও উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও উলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।