কক্সবাজারে পিআইডির পাঁচ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ১২:১১ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
কক্সবাজারে পিআইডির পাঁচ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কক্সবাজার প্রতিনিধি:


 

কক্সবাজারে পাঁচ দিনব্যাপী পিআইডি আয়োজিত ‘সঞ্জীবনী প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রশিক্ষণ একাডেমির সভাকক্ষে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 


 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেন, সঞ্জীবনী প্রশিক্ষণ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ সমাজ ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
 

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সঞ্জীবনী প্রশিক্ষণ সেই দক্ষতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে প্রয়োগ করে প্রশিক্ষণার্থীরা নিজেদের পাশাপাশি সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহনেওয়াজ এবং চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের তথ্য সহকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
 

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপ-প্রধান তথ্য অফিসার বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি দক্ষ, সচেতন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।