ফেনীর বন্যাদুর্গতদের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০২:৩৩ অপরাহ্ণ   |   ৬৪৩ বার পঠিত
ফেনীর বন্যাদুর্গতদের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-

 

ফেনী জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের সহায়তার জন্য সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। সোমবার (২৬ আগস্ট), অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সরাসরি ফেনীতে উপস্থিত হয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
 

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছে তিনি বিজিবির সহযোগিতায় ২৫০টিরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এই সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।