|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০২:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত


মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ভেতর থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। রোববার (সকাল সাড়ে ১০টার দিকে) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত শিশুটির নাম আফনান ওরফে পুতুনি (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে। আফনান লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার–টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। একই সঙ্গে সীমান্তের মানুষ মিয়ানমারের দিক থেকে গোলা ও গুলির আশঙ্কায় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন।
 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির ঘটনা চলছিল। এরই মধ্যে ওপার থেকে আসা গুলিতে স্থানীয় এক শিশু নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
 

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, কয়েকদিন ধরে সীমান্তের ওপারে টানা গোলাগুলি চলছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া গোলাগুলি আজ রোববার ভোরে থামে। এতে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। আজ বাংলাদেশি এক শিশুর নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
 

উখিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির খবর পাওয়া গেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং নতুন করে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সে জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, মিয়ানমার থেকে আসা গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি সড়ক অবরোধ সরাতে প্রশাসন কাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬