সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রাশেদ হোসেন। তিনি বলেন, প্রধান শিক্ষক গোলাম নুরের নিয়োগ শুরু থেকেই অবৈধ ছিল। সাবেক সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। শিক্ষক ও কর্মচারীদের অনাস্থা থাকা সত্ত্বেও এবং কমিটি সংক্রান্ত মামলা চলমান অবস্থায় ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষার্থীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতিতে জড়ান। ছাত্র আন্দোলনের মুখে গত ২৬ আগস্ট ২০২৫ সালে তিনি বিদ্যালয় ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে বিদ্যালয়ের সভাপতি শেখ সাহাব উদ্দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযোগ দিলেও তা তদন্ত না করে অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে আপিল ও আর্বিটেশন বোর্ড বসানো হয়। অথচ গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় তাকে ওএসডি করে। অভিযোগকারীদের প্রশ্ন, ওএসডিকৃত একজন কর্মকর্তা কীভাবে বোর্ড কার্যক্রমে অংশ নেন।
এলাকাবাসীর দাবি, দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষককে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা তারা মেনে নেবেন না। তারা আরও জানান, এর আগেও গোলাম নুর তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ অন্য একটি বিদ্যালয় থেকে একই ধরনের অভিযোগে বিদায় নিতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে মোঃ নুর উদ্দিন, মোঃ ইকবাল, মহিউদ্দিন, হাসান, অভিভাবক বাহাদুর, মোঃ মুছা, গিয়াস উদ্দিন, আরমান, তাহিনসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।