বনশ্রীতে বাসা থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৭:০২ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
বনশ্রীতে বাসা থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি (স্কুলছাত্রী) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 

শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাসার ভেতর থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।
 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।