চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা: ১০ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যার মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ ছিল, ২০১৩ সালে চট্টগ্রাম নগরের টাইগারপাস আমবাগান এলাকায় ছিনতাই প্রতিরোধ করার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে কনস্টেবল কাইয়ুমকে হত্যা করা হয়।
দণ্ডিত আসামিরা হলেন: মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল। এর মধ্যে তপন চন্দ্র সরকার, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।
আদালতের সহকারী মোহাম্মদ সাহেদ জানান, হত্যার ঘটনা সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হওয়ায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার টাকা নিহত কাইয়ুমের পরিবারকে প্রদান করা হবে। পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে সাজা কার্যকর করার জন্য পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) ছুরিকাঘাতে নিহত হন। ওইদিন ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে তিনি মারা যান এবং আরও তিন পুলিশ সদস্য আহত হন। পরে হত্যা মামলা দায়ের করা হয়।
নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা ছিলেন এবং ২০১২ সালের ৬ অক্টোবর পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত রায় ঘোষণা করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬