সচেতনভাবে ভোট দিন, ক্ষমতার ভর জনগণের কাছে নিতে হবে: রিজওয়ানা হাসান
রাজধানীর নাগরিকরা গণতান্ত্রিক দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “গণভোটে সকলকে অংশগ্রহণ করতে হবে। যদি দেশ ও সমাজে সংস্কার চাই, তাহলে ভোটে যেতে হবে। ক্ষমতার আসল ভর জনগণের হাতে নিতে চাইলে সচেতনভাবে ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা বড় ভোটার অংশ। “শুধু স্বৈরাচারের চলে যাওয়া বা অনুশোচনায় সন্তুষ্ট হয়ে বসে থাকা যথেষ্ট নয়। গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার ভোটাধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সত্যিকারের ক্ষমতার ভর সরকার থেকে জনগণের কাছে নিতে হলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমাদের সিদ্ধান্ত প্রয়োগ হবে।”
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “গুম, নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না এমনভাবে গণভোট দিতে হবে। বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে মাথানত করবে না।”
ঢাকা উত্তর সিটি করপোরেশন এবছর নগর উন্নয়নে বিশেষ অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬