|
প্রিন্টের সময়কালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৭:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার


ময়মনসিংহে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার


ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতের নাম মাহফুজুর রহমান (৩০)। তিনি ফুলবাড়ীয়া থানার বাসিন্দা।
 

র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোবাইল ফোনের বিভিন্ন পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে এলাকায় অনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বিদ্যানন্দ বদন ফকির মোড় এলাকায় অবস্থিত মাহফুজুর রহমানের ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান চালানো হয়।
 

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত মাহফুজুর রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ও রকেট) ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।
 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 

র‍্যাব-১৪ ময়মনসিংহ মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬