|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৪:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৫:২৪ অপরাহ্ণ

হাদি হত্যার বিচার দাবিতে মুরাদনগরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


হাদি হত্যার বিচার দাবিতে মুরাদনগরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:


 

কুমিল্লার মুরাদনগরে হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বিপ্লবী ছাত্র জনতা’।
 

রোববার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি আর সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তব্য দেন ইমরান সরকার, বাইজিদ সরকার রুদ্র ও জানে আলম। তারা বলেন, শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি, যা দুঃখজনক। তারা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
 

ইমরান সরকার জানান, সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
 

এ সময় তাওহিদ আহমেদ তুহিন, নাসিমুল আল তামিম, আশিক খান, সাজ্জাদ খান শান্ত, শিহাব আহমেদ, মেহরাজ মাহিন, সিয়াম সরকার ও ইয়ামিন সরকারসহ বিপ্লবী ছাত্র জনতার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬