কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, নিহত নুর কামাল ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, নুর কামাল ক্যাম্পের একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। নিজের নামেই তিনি একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে তার সঙ্গে সাদ্দাম গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনি গুলিবিদ্ধ হন।
এডিআইজি কাউছার সিকদার জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই জড়িতরা পালিয়ে যায়। ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এডিআইজি কাউছার সিকদার।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।