ডার্ড গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি শ্রম উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:০২ অপরাহ্ণ   |   ৩৯৭ বার পঠিত
ডার্ড গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি শ্রম উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীরা তাদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রম উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
 

ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে, এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
 

স্মারকলিপিতে দ্রুততম সময়ে চুক্তি অনুযায়ী সব পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।