মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার হাটচকগৌরী বাজারের পাশের একটি খাল থেকে মিঠুন সরকার (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে হাটচকগৌরী বাজার এলাকায় চোর সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক মিঠুন সরকারকে ধাওয়া করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি বাজারসংলগ্ন একটি খালে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে কয়েক ঘণ্টার চেষ্টায় খাল থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চোর ছিলেন কি না—এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।