বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
সদ্য প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের সামনে শোকবিহ্বল দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের আহ্বায়ক এস এম ইমদাদুল হক মিলন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "আজ আমরা গভীর শোকাহত। আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি তাঁর আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের। আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।"
অন্যদিকে, অনুষ্ঠানের সভাপতিও এস এম ইমদাদুল হক মিলন বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অটো রিক্সা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।