৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচারে ব্যর্থ হলে সরকার পতনের হুঁশিয়ারি
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনের বিচার কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার শাহবাগে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুলাহ আল জাবের।
তিনি বলেন, যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নাই, এখন পর্যন্ত চার্জশিট দাখিল করতে পারে নাই, এর বিচার প্রক্রিয়ার কতদূর এগিয়েছে তা জনগণের কাছে কোন বার্তা দিতে পারছে না, এ সরকার দিয়ে আমরা কী করব?
এদিকে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন। তাতে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
এক ফেসবুক পোস্টে বলা হয়, “শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬