মেসির গোলে ড্র করল মায়ামি

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ ২৫০ বার পঠিত
মেসির গোলে ড্র করল মায়ামি

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

লিওনেল মেসির এক নিখুঁত গোলে শেষ মুহূর্তে শার্লটের বিপক্ষে এক পয়েন্ট নিয়েছে ইন্টার মায়ামি। রোববারের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর মেসির জাদুতেই ড্র করতে সক্ষম হয় ডেভিড বেকহ্যামের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে ইন্টার মায়ামি। মেসি, সুয়ারেজদের মতো তারকারা বারবার শার্লটের গোলমুখে হুমকি দেয়। তবুও প্রথমার্ধে কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে শার্লট এগিয়ে যায়। মায়ামির রক্ষণ ভেঙে শার্লটের খেলোয়াড়রা জাল কাঁপায়। ম্যাচের শেষ দিকে মেসি নিজের দুর্দান্ত শটে গোল করে ম্যাচটিকে সমতল করে।

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স লিগে শীর্ষে রয়েছে। মেসির আগমনের পর থেকে দলটির পারফরম্যান্সে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।