মাসুম বিল্লাহ, বরিশাল ব্যুরো:
ঝালকাঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই কর্মশালার আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল।
শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন ও যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু।
বক্তারা বলেন, বর্তমান দেশ ও রাষ্ট্রের চলমান সংকট উত্তরণের ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব সময়োপযোগী ও বাস্তবমুখী। রূপরেখাটি কার্যকর করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় দলীয় আদর্শ, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।