খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে বিলুপ্তপ্রায় ভালুক, হরিণ ও বানর উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৬ ০৩:১৯ অপরাহ্ণ   |   ১২৪ বার পঠিত
খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে বিলুপ্তপ্রায় ভালুক, হরিণ ও বানর উদ্ধার

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

খাগড়াছড়ি বন বিভাগের সহায়তায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ছয়টি মায়া হরিণ ও দুটি বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় বন বিভাগ ও চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ অভিযানে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
 

 

বন বিভাগ জানায়, সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। অভিযানে খাগড়াছড়ি বন বিভাগের একটি টিম অংশ নেয়।

 


 

এ বিষয়ে নবদ্বীপ চাকমা বলেন, স্থানীয়ভাবে বন থেকে শিকার করে প্রাণীগুলো মেরে ফেলার প্রবণতা থাকায় তিনি খবর পেয়ে সেগুলো লালন-পালন করে বড় করেন। পরে জানতে পারেন, বন্যপ্রাণী ধরা বা মারা দণ্ডনীয় অপরাধ এবং এদের স্বাভাবিক বিচরণের জন্য বনভূমির প্রয়োজন। বিষয়টি বুঝতে পেরে তিনি বন বিভাগকে অবহিত করেন।

 


 

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানের মাধ্যমে প্রাণীগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী ধরা বা হত্যা শাস্তিযোগ্য অপরাধ। যিনি এতদিন প্রাণীগুলো লালন-পালন করেছেন, তিনি তাঁর ভুল বুঝেছেন এবং ভবিষ্যতে এমন কাজে জড়াবেন না—এ মর্মে নিশ্চয়তা দিয়েছেন।

 


 

বন কর্মকর্তা আরও বলেন, মানুষের যেমন বাঁচার অধিকার রয়েছে, তেমনি প্রাণীদেরও প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার আছে। বন্যপ্রাণী প্রকৃতির অলংকার। বন উজাড় ও অবৈধ শিকারের কারণে এসব প্রাণী দিন দিন বিলুপ্তির পথে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতিতে এসব প্রাণী দেখার সুযোগ পাবে না।

 


 

উদ্ধারকৃত প্রাণীগুলো পরবর্তীতে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের প্রাকৃতিক বনে বিচরণের জন্য হস্তান্তর করা হয়েছে।