|
প্রিন্টের সময়কালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ণ

খাগড়াছড়িতে মুসাব্বির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ


খাগড়াছড়িতে মুসাব্বির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


 

শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভাঙা ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় এবং যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
 

সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আন্দোলন আরও কঠোর হবে বলেও সতর্ক করেন তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬