|
প্রিন্টের সময়কালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৮:০২ অপরাহ্ণ

ইসিতে আপিল শুনানির প্রথম দিনেই ৫২ প্রার্থীর প্রার্থিতা বহাল


ইসিতে আপিল শুনানির প্রথম দিনেই ৫২ প্রার্থীর প্রার্থিতা বহাল


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জনের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।
 

শনিবার (১০ জানুয়ারি) দিনভর শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
 

তিনি জানান, শনিবার ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫টি নামঞ্জুর হয়েছে এবং তিনটি আপিলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
 

এদিন আলোচিত প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পান। তিনি কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী। এছাড়া ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
 

এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন। এ সময় মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
 

আপিল শুনানি শুরু হয়েছে শনিবার থেকে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে ইসি।
 

নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
 

এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬