|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৬:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৭:২২ অপরাহ্ণ

‘এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা


‘এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’—রুমিন ফারহানা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ৯০ ও ২৪–এর গণঅভ্যুত্থান সাধারণ মানুষের রক্তে গড়া। তিনি দাবি করেন, ২৪–এর ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষের পাশে তিনি ছাড়া তাঁর দলের আর কোনো নেতাকে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।’
 

শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে নির্বাচনী অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
 

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, তিনি কোনো দল, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের নন; তিনি নিজের মাটির মানুষের। তাদের মুখের দিকে তাকিয়েই তিনি রাজনীতিতে জীবন বাজি রেখেছেন বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, যারা কিছুদিন আগেও রাজনীতিতে অদৃশ্য ছিলেন, তারাই এখন তাঁর নেতাকর্মীদের মামলা ও হুমকির ভয় দেখাচ্ছেন।
 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও আমি কখনো ভয় পাইনি। অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জেতানোর সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে হাত তোলার আগে আমার মতো প্রার্থীকে জবাব দিতে হবে।’
 

জনগণের সমর্থনেই প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ১৯৫২–এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারের নয়; ছাত্র ও খেটে খাওয়া সাধারণ মানুষের আন্দোলন ছিল। তিনি জানান, ওই আন্দোলনে তাঁর বাবাও অংশ নিয়েছিলেন এবং সেই আত্মত্যাগেই গণমানুষের দাবি প্রতিষ্ঠিত হয়।
 

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জানুয়াদে খানসহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬