প্রকাশকালঃ
০১ অক্টোবর ২০২৪ ০৪:৫৯ অপরাহ্ণ ৪০৭ বার পঠিত
আজ থেকে ২৬ বছর আগে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই যাত্রা শুরু করে। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পার করলো চ্যানেলটি। ১ অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিন। তবে মন খারাপের খবর হলো, এবারের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান থাকবে না।
শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারের সদস্যদের একদিনের বেতন প্রদান করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। চ্যানেল আই বছর জুড়ে নানান অনুষ্ঠান প্রচার করে থাকে। শাইখ সিরজ-এর উপস্থাপনা এবং পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা এবং পরিচালনায় প্রকৃতি ও জীবন।
জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা, তারকা কথন, টু দ্যা পয়েন্ট, হোয়াট এ শো । এ ছাড়াও নিয়মিত প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক টেলিফিল্ম, চলচ্চিত্র সহ নানা ধরনের বিনোদনধর্মী অনুষ্ঠান। ২৬ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন আকাঙ্ক্ষা আর জীবনধারার প্রিয় চ্যানেল আই পথচলার পঁচিশ বছর পার করে এবার ছাব্বিশে পা রাখল।
শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে পঁচিশ বছর পার করার এই অধ্যায়। টেলিভিশন কিংবা গণমাধ্যম নিয়ে মানুষের তৃষ্ণা ও প্রত্যাশাগুলো পূরণ করে এগিয়ে চলেছে চ্যানেল আই। তথ্যপ্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির নতুন নতুন অগ্রযাত্রার মধ্যে চ্যানেল আইর পথচলা নতুন নতুন উদ্ভাবনের ভেতর দিয়ে। প্রথম দিন যে নতুনত্বের মালা গেঁথেছিল, আজও তা গেঁথে চলেছে।’