মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর চারঘাটে মকিবর স্মৃতি ব্যাডমিন্টন ম্যাচের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের কাজলির মোড়ে আয়োজিত ফাইনাল ম্যাচে মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছিল।
ফাইনাল খেলায় পান্নাপাড়া কাওছার টিম মুখোমুখি হয় মাঝ পান্নাপাড়া বিপুল টিমের। উত্তেজনাপূর্ণ ম্যাচে কাওছার টিম বিপুল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লর রহমান।
প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, "মকিবর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য এই খেলা একটি ঐতিহ্যবাহী আয়োজন। আমরা প্রতিবছর এই খেলা আয়োজন করব। আমি ভোট চাইছি না, শুধু আপনাদের দোয়া চাই।"