দ্বৈত নাগরিকত্ব ইস্যু: বিএনপি প্রার্থীর রিট খারিজ, নির্বাচন অনিশ্চিত
দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি।
বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের পর আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
এর আগে, গত ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসন (লালমাই-নাঙ্গলকোট) থেকে মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন।
উল্লেখ্য, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। এর প্রেক্ষিতে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬