লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর অসুস্থতা বিবেচনায় তাকে এই জামিন দেওয়া হয়।
আইনজীবীরা জানান, হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত। তিনি লক্ষ্মীপুরে পাঁচ শিক্ষার্থী হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম কোনো মামলায় জামিনের আদেশ।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল তার জামিন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, সাক্ষীদের ভয়ভীতি না দেখানো, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।
জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, তার মক্কেল লিভার সিরোসিসে গুরুতরভাবে আক্রান্ত এবং একই রোগে এরই মধ্যে তার দুই ভাই মৃত্যুবরণ করেছেন।
এ ছাড়া ট্রাইব্যুনাল আরও কয়েকটি শর্ত আরোপ করেন। শর্ত অনুযায়ী, আসামিকে বাসার ঠিকানা জানাতে হবে, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া যাবে না, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না এবং কোনোভাবেই সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করা যাবে না।
শর্ত ভঙ্গের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। আদেশ ঘোষণার সময় ট্রাইব্যুনাল সতর্ক করে বলেন, সামান্য শর্তভঙ্গ হলেও ভবিষ্যতে আর কখনো জামিন দেওয়া হবে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬