|
প্রিন্টের সময়কালঃ ১১ জানুয়ারি ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০৪:০৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডের শেখের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, চার পরিবারের বসতঘর পুড়ে ছাই


সীতাকুণ্ডের শেখের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, চার পরিবারের বসতঘর পুড়ে ছাই


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ববাকখালী ৪নং ওয়ার্ডের শেখের হাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আবদুল আলীর বাড়িতে লাগা আগুনে রবি সওদাগর, দেলোয়ার, আনোয়ার ও নুর আলমের চারটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে তাদের নগদ প্রায় ৬ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা।
 

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে, আগুন লাগার পরও ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়নি। ফায়ার সার্ভিসের টিম লিডার মথিন্দ্র ত্রিপুরা জানান, যেসব ফোনে আগুনের খবর দেওয়া হয়েছিল, সেই নম্বর থেকে পরবর্তীতে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, তাই তারা ঘটনাস্থলে যাননি। তবে এলাকাবাসীর দাবি, এমন পরিস্থিতিতেও ফায়ার সার্ভিসের সরেজমিনে উপস্থিত হয়ে পরিদর্শন করা উচিত ছিল।
 

স্থানীয়রা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা প্রদানের প্রয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬