মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০২:০২ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানিয়েছেন, মব দমন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।
 

শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নেওয়ার পর নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, "ইসিকে মব দমন করতে হবে। শুধু দাঁত থাকলেই হবে না, দাঁতসহ কামড় দিতে হবে।"
 

তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে এবং বর্তমান সরকারের কার্যক্রমকে নজরে রাখতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তারা ভয়ে অনেক প্রার্থীর কাগজপত্র গ্রহণ করতে পারেননি।"
 

জাপা মহাসচিব জানান, দল থেকে মোট ২৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র পেয়েছিলেন। এর মধ্যে ২২৪ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের কারণে প্রায় ৩০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেছেন। প্রথম দফায় চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, একটি পেন্ডিং আছে এবং বাকি আবেদনগুলোর ফলাফলও আশা করা যাচ্ছে।