|
প্রিন্টের সময়কালঃ ১২ জানুয়ারি ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৬ ০১:৩৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


 




নতুন বছর ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 


 

৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সীতাকুণ্ড সিকিউর সিটির সাপ্তাহিক মেলা প্রাঙ্গণে পরিচালিত এই কার্যক্রমে আগত হাজারও দর্শনার্থী স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল লিমিটেড।
 

শুক্রবার ক্যাম্প সমাপ্তকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও মানবাধিকার নেতা ওমর ফারুক।
 

ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, প্রচার সম্পাদক মোঃ নয়ন এবং দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ। এছাড়াও সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা মানবসেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
 

সংগঠনটির পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলুর নেতৃত্বে সকল সদস্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সমাজ পরিবর্তন এবং একটি আদর্শ সমাজ ও দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
 

আদর্শ ছাত্র ও যুব সমাজের এ ধরনের মানবিক উদ্যোগ চট্টগ্রামে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬