কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। প্রধান বক্তা ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এবং সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু। এছাড়াও বক্তব্য দেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সদস্য দিদারুল হোসেন টুটুল ও কামরুল ইসলাম দুলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, নাসির উদ্দিন অনিক, আবুল খায়ের, নন্দর রায়, অ্যাডভোকেট নাসির, দৈনিক ভোরের কথা-এর স্টাফ রিপোর্টার মো. ওমর ফারুক, জামশেদ উদ্দিন, মো. রাফি চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকসভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মো. মীর মামুন। সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।