সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে স্কুলে তালা, শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এক দশম শ্রেণির শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করার পর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে স্কুলে তালা লাগিয়ে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছে।
অভিযুক্ত শিক্ষার্থী আরিফ লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সে দলবল নিয়ে স্কুলে এসে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে এবং প্রধান শিক্ষকের অফিসে তালা মেরে স্কুল খোলা যাবে না বলে হুঁশিয়ারি দেয়। পরে শিক্ষক ঘটনা ভিডিও করলে আরিফ অকথ্য ভাষায় গালিগালাজও করে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, “টেস্টে যারা চারটির বেশি বিষয়ে ফেল করবে তারা মূল পরীক্ষায় অংশ নিতে পারবে না—এটি কমিটির সিদ্ধান্ত। আরিফ সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছে এবং কক্ষ তালাবদ্ধ করেছে।”
অভিযুক্তের বাবা আব্দুল আজিজ সংবাদ সংস্থাকে জানান, তালা লাগানোর ঘটনা তিনি অস্বীকার করেন। তিনি বলেন, “ভিডিও কে দিয়েছে সেই বিষয়ে কেন জিজ্ঞাসা করছেন।”
অভিযুক্ত শিক্ষার্থী আরিফ নিজেও জানান, “সকল বিষয়ে ১৬ জন শিক্ষার্থী পাস করেছে, শুধু তারা পরীক্ষা দেবে। এর বাইরে কাউকে সুযোগ দিলে আমাদেরও দিতে হবে। চার বিষয়ে ফেল করা অন্য শিক্ষার্থীরা ছাড় পেয়েছে, আমি পাইনি, এজন্য তালা দিয়েছি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬