ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর থানার পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের আনন্দ নগর সুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বরুন কুমার দে (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার আনন্দ নগর এলাকার বাসিন্দা এবং খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বরুন কুমার দের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গত ৫ জুলাইয়ের পর একাধিক মামলা দায়ের রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।