রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৬২৭টি মামলায় ২৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৪ ০২:৪৪ অপরাহ্ণ   |   ৯২১ বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৬২৭টি মামলায় ২৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬২৭টি মামলা ও ২৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া অভিযানকালে ১৬৭টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

 

আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।