খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ ৩৮৯ বার পঠিত
খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

পর্যটকদের চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। ঝর্ণার সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম উত্তর বন বিভাগ আগামী ২ অক্টোবর পর্যন্ত ঝর্ণা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

 

 


তবে উত্তর বন বিভাগের আওতাধীন অন্যান্য ঝরনায় পর্যটকদের প্রবেশ স্বাভাবিক থাকবে। ঝরনায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সঙ্গে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ।

 


চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙে পড়ছে। যে কারণে ঝরনা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। এজন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’