আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের বাহার রায়হান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে ২০২৪–২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: আবুল খায়ের (আরটিভি) ও দিল রুবাইয়াত সৌরভী (চ্যানেল ওয়ান)
যুগ্ম সম্পাদক: জাহিদুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর) ও সৈয়দ আহসান হাবীব পাখী (চ্যানেল নাইন)
সাংগঠনিক সম্পাদক: শাকিল মোল্লা (দীপ্ত টিভি)
দপ্তর সম্পাদক: রাজিব সাহা (চ্যানেল এস)
অর্থ সম্পাদক: রফিকুল ইসলাম (এসএ টিভি)
গ্রন্থনা, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মো. হুমায়ূন কবির মানিক (বিজয় টিভি)
প্রচার সম্পাদক: আবুল কালাম রুবেল মজুমদার (নাগরিক টিভি)
ক্রীড়া সম্পাদক: মো. মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি)
শিক্ষা, প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক: মহিউদ্দিন ভূঁইয়া (জিটিভি)
তথ্য-প্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক: আবদুল্লাহ আল মারুফ (স্টার টেলিভিশন)
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
খালেদ সাইফুল্লাহ (এখন টিভি), সাইফ উদ্দিন রনি (গ্লোবাল টেলিভিশন), আবু মুসা (মাই টিভি), তানভীর দিপু (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), সুমন কবির (দেশ টেলিভিশন), মাহফুজ নান্টু (এনটিভি) এবং রেজাউল করিম রাসেল (এশিয়ান টিভি)।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—
মিজানুর রহমান মিনু (আনন্দ টিভি), সাহাব উদ্দিন আহম্মেদ (মোহনা টেলিভিশন), আমির হোসেন (চ্যানেল এস), মো. মাঈন উদ্দিন (গাজী টিভি), আবুল খায়ের আশিক (বাংলা ভিশন টেলিভিশন) ও আবুল আলী (গ্রিন টিভি)।
নতুন কমিটির নেতারা কুমিল্লায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।