|
প্রিন্টের সময়কালঃ ০৯ জানুয়ারি ২০২৬ ০৪:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০৫:৪১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সরকারি হাসপাতালে কুকুর–বিড়াল কামড়ের টিকা সংকট, রোগীদের ক্ষোভ


সীতাকুণ্ডে সরকারি হাসপাতালে কুকুর–বিড়াল কামড়ের টিকা সংকট, রোগীদের ক্ষোভ


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সরকারি হাসপাতালগুলোতে কুকুর ও বিড়াল কামড়ের প্রতিষেধক (রেবিস ভ্যাকসিন) সরকারি ব্যবস্থাপনায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী এসব টিকা বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও বুধবার প্রায় অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে টিকা দেওয়া হয়নি।
 

ভুক্তভোগীদের অভিযোগ, রোগীরা নিজ খরচে বাইরে থেকে টিকা কিনে আনলে চিকিৎসক ও নার্সরা তা গ্রহণ করে খাতায় এন্ট্রি দিয়ে ইনজেকশন প্রয়োগ করেন। এতে রোগীদের আর্থিক ভোগান্তির পাশাপাশি হয়রানির শিকার হতে হচ্ছে।
 

কুকুরের কামড়ে আহত অবরুদ্ধ দাশ নামের এক রোগী জানান, তিনি ফৌজদারহাট বিআইটিআই আইএ হাসপাতালে গিয়ে ২০ টাকার টোকেন কেটে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে তিনটি ইনজেকশন লিখে দেন। পরে ইনজেকশন দেওয়ার জন্য কর্তব্যরত নার্সের কক্ষে গেলে বাইরে থেকে টিকা কিনে আনার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে চিকিৎসক ও নার্সরা ক্ষুব্ধ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
 

শেষ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক রোগী নিজ খরচে বাইরে থেকে টিকা কিনে এনে নার্সদের দিলে তা প্রয়োগ করা হয়। তবে কেন সরকারি ব্যবস্থাপনায় টিকা দেওয়া হচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে কর্তব্যরত নার্সরা জানান, টিকার সরবরাহ না থাকায় তারা বিনামূল্যে দিতে পারেননি।
 

এই ঘটনায় রোগীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সরকারি হাসপাতালে রেবিস ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬