রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০২:০৬ অপরাহ্ণ   |   ১৯৬ বার পঠিত
রাজধানীতে ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান।
 

তিনি বলেন, এই সময়ের মধ্যে গড়ে প্রতি মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য ইতিমধ্যে উদঘাটন করা হয়েছে।
 

তালেবুর রহমান আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতার করার পর মূল তথ্য পাওয়া যাবে, জানিয়েছেন তিনি।
 

এছাড়া, এই ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান ডিএমপির মুখপাত্র।