ভারতে বাংলাদেশিদের গণগ্রেপ্তার

প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৬:০১ অপরাহ্ণ ২৬৬ বার পঠিত
ভারতে বাংলাদেশিদের গণগ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক,ঢাকা প্রেস:-

 

মঙ্গলবার (২২ অক্টোবর), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৫৪ জন বাংলাদেশিকে একদিনেই গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা বিভিন্ন সময়ে ভারতে কাজের সন্ধানে এসেছিলেন।
 

মুর্শিদাবাদে গণগ্রেপ্তার:

  • অভিযান: মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত নশিপুর গ্রামে একটি গোপন অভিযান চালিয়ে পুলিশ ৪১ জন বাংলাদেশিকে আটক করে।
  • আদালত: ধৃতদের জেলা আদালতে হাজির করা হয় এবং পাঁচদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর হয়।
     

উত্তর ২৪ পরগনায় বিএসএফের অভিযান:

  • গ্রেপ্তার: উত্তর ২৪ পরগনার ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকা থেকে বিএসএফ ১৩ জন বাংলাদেশিকে আটক করে।
  • ধৃতরা: ধৃতদের মধ্যে ৭ শিশু, ৪ নারী এবং ২ পুরুষ রয়েছে। তারা সকলেই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
  • আদালত: ধৃতদের বসিরহাট আদালতে হাজির করা হয় এবং ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।