পোরশা সীমান্ত থেকে বাংলাদেশি যুবক আটক, বিএসএফের হাতে হস্তান্তর
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
আটক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজারের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে অসাবধানতাবশত সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতের স্থানীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। আটক যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫