|
প্রিন্টের সময়কালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ


ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ


সহপাঠী হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার এবং অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই—সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগান দেন।

অবরোধের ফলে ফার্মগেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনের ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬