আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (আনিসুল ইসলাম অংশ) পাশাপাশি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে। রুলের জবাব আগামী দুই সপ্তাহের মধ্যে দিতে হবে মামলার বিবাদীদের।
রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। এর আগে, গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও এনডিএফকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
জাতীয় পার্টির জিএম কাদের অংশ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। চূড়ান্ত প্রার্থী তালিকা গত ২৬ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী প্রকাশ করেন।
অপরদিকে, জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক জোট এনডিএফ ১১৯ আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।